আজ থেকে যমুনা রেলসেতুতে পূর্ণগতিতে চলবে ট্রেন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর ওপর দিয়ে পূর্ণ গতিতে চলবে ট্রেন।

রোববার (৫ জানুয়ারি) ও পরেরদিন সোমবার (৬ জানুয়ারি) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতু পূর্ব থেকে পশ্চিম ও পশ্চিম থেকে পূর্বপাড়ে চলাচল করবে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন যমুনা নদীর ওপরে নির্মিত রেলওয়ে সেতুটির প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান।

তিনি বলেন, এর আগে গত ২৬ নভেম্বর আমরা সর্বোচ্চ ৪০ কি. মি. গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। রোববার পূর্ণ গতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। আমরা মূলত রোববার ও সোমবার এই দুদিন সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে দেখবো সেতু পূর্ণ গতিতে ট্রেন চালানোর জন্য প্রস্তুত কিনা বা কোথাও কোনো সমস্যা ধরা পড়ে কিনা। যদি না পড়ে তাহলে ভালো। আর যদি কোথাও আমাদের কাছে সমস্যা মনে হয় সেটি ঠিক করা হবে।

আল ফাত্তাহ বলেন, এ সময় রেলওয়ে সেতুর পূর্ব পাড় থেকে একটি ও পশ্চিম পাড় থেকে আরেকটি ট্রেন অপর প্রান্তে যাতায়াত করবে। অর্থাৎ দুটি লাইনে দুটি আলাদা ট্রেন চলাচল করবে। রোববার আমরা উপস্থিত থেকে পরীক্ষা করব এবং পরেরদিন (সোমবার) রেলওয়ে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন।

 

আবা/এসআর/২৪