খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৪১ | অনলাইন সংস্করণ
আগুন লাগার ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন।
রোববার (৫ জানুয়ারি) সচিবালয়ের এই ভবন খুলে দেওয়ার পাশাপাশি সব কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
নয় তলা এই ভবনটির পুড়ে যাওয়া চারটি তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে আগুন লাগার ১১ দিন পর এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে সচিবালয়।
এর আগে আগুন লাগার পর থেকে ৭ নম্বর ভবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন।
উল্লেখ্য, গত বুধবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সেখানে যায় এবং প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনে ৭ নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদনে জানায়, বৈদ্যুতিক ‘লুজ কানেকশন’ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।