নতুন বছর মানেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই। তবে বিগত বছরগুলোর মতো ‘পাতায় পাতায় ভুল’ এর বদনাম এবার কমেছে। ২০২৫ সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইগুলোতে ইতিহাস, গল্প-কবিতা, ছবি এবং গ্রাফিতির মাধ্যমে স্থান পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের নানা কাহিনী।
এবারের পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে অতিরিক্ত শেখ মুজিব বন্দনা ও তার পরিবারকেন্দ্রিক ইতিহাস। নতুন করে স্থান পেয়েছেন স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। একইসঙ্গে, পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়েছে ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং তার দেশত্যাগের ঘটনা।
বইয়ের নতুন বৈশিষ্ট্য:
জুলাই বিপ্লবের গুরুত্ব: বইয়ের বিভিন্ন অধ্যায়ে ছাত্র-জনতার আন্দোলনের চিত্র, ছবি ও গ্রাফিতি তুলে ধরা হয়েছে। গণভবন ঘেরাওয়ের ঘটনা এবং আন্দোলনকারীদের ত্যাগ শিক্ষার্থীদের জানাতে নতুন অধ্যায় সংযোজন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি মাওলানা ভাসানী, জেনারেল ওসমানী এবং জাতীয় চার নেতার অবদান যথাযথভাবে তুলে ধরা হয়েছে।
নতুন সংযোজন: বইয়ের মলাটে এবং অধ্যায়ে তুলে ধরা হয়েছে আন্দোলনকারীদের সাহসিকতা। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, আবু সাঈদসহ অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।ভুলের সংখ্যা কমানো:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, গত বছরগুলোতে পাঠ্যবইয়ে অসংখ্য ভুলের কারণে বিতর্কের সৃষ্টি হলেও এবারের পরিস্থিতি ভিন্ন। ২০২৩ সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ে ৪২১টি ভুল ধরা পড়েছিল। ২০২৪ সালে সংখ্যাটি কমে ১৪৭-এ দাঁড়ায়। আর ২০২৫ সালে এখন পর্যন্ত (৪ জানুয়ারি পর্যন্ত) মাত্র একটি ভুল শনাক্ত হয়েছে।
নতুন পাঠ্যবইয়ে পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে "আমরা তোমাদের ভুলব না" গল্পে শহীদ নাফিসার নামের স্থলে ভুল করে "নাহিয়ান" লেখা হয়েছিল। এনসিটিবি তাৎক্ষণিকভাবে অনলাইনে ভুলটি সংশোধন করেছে এবং ছাপা বইগুলোর জন্য সংশোধনী পাঠানোর ব্যবস্থা নিয়েছে।ইতিহাসে পরিবর্তন: পাঠ্যবইয়ে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক হিসেবে মেজর জিয়াউর রহমানের নাম রাখা হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধুর অবদান, ভাষণ এবং তর্জনী উঁচিয়ে দেওয়ার ছবি সংযোজন করা হয়েছে।
এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানান, “ইতিহাসের বিতর্ক এড়াতে এবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। কাউকে ছোট করে অন্যকে বড় করা হয়নি। নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।”
এবারের পাঠ্যবইগুলো ইতিহাসের বিতর্ক কমানো এবং ভুলের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সঠিক এবং বস্তুনিষ্ঠ শিক্ষার ক্ষেত্র তৈরি করবে বলে আশা করা হচ্ছে।