রোহিঙ্গাদের ভুয়া পরিচয়ে পাসপোর্ট গ্রহণ ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সকালে রাজধানীর ইমিগ্রেশন ও আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া তুলে দেওয়ার একটি চিন্তাভাবনা চলছে। তবে এটি তুলে দিলে ভুয়া নাম-ঠিকানায় পাসপোর্ট তৈরির সুযোগ তৈরি হতে পারে। এ কারণেই এই পদ্ধতিটি এখনই বাতিল করা সম্ভব নয়।
তিনি বলেন, “পুলিশ সংস্কার কমিশন এ বিষয়ে কী মতামত দেয়, সেটিও বিবেচনায় নেওয়া হবে।”
পাসপোর্ট প্রক্রিয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় এমআরটি পাসপোর্ট নিয়ে সৃষ্ট জটিলতার কথা উল্লেখ করে তিনি বলেন, “এ সমস্যার সমাধান ইতোমধ্যে হয়েছে। এমআরটি পাসপোর্ট আর থাকবে না।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পাসপোর্ট পেতে সাধারণ মানুষের যে ভোগান্তি রয়েছে, তা কমিয়ে আনার চেষ্টা চলছে।
বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের বিষয়ে তিনি বলেন, “৩১ জানুয়ারির মধ্যে সঠিক কাগজপত্র ও তথ্যপ্রমাণ দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে বৈধতা প্রমাণিত না হলে তাদের আইনের আওতায় আনা হবে।”
গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া তুলে দেওয়ার সুপারিশ করেছিলেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “পাসপোর্ট প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতারণা বা ভুয়া তথ্য প্রদান সহ্য করা হবে না।”