প্রবীণ শিক্ষাবিদ ও আহ্ছানিয়া মিশনের সদস্য অধ্যাপক আশরাফ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ জানুয়ারি)) ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
উল্লেখ্য, ১৯৩৭ সালের ৪ ডিসেম্বর সাতক্ষীরার নলতা শরীফে জন্মগ্রহণ করেন অধ্যাপক আশরাফ আলী। তিনি ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের কৃতি ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করে তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজে সহযোগী অধ্যাপক, কুমিল্লা ক্যাডেট কলেজে উপাধ্যক্ষ, পাবনা ক্যাডেট কলেজে অধ্যক্ষ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে অধ্যক্ষ, ঢাকার হারম্যান মেইনার কলেজের অধ্যক্ষ এবং সর্বশেষ আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক আশরাফ আলী ছিলেন আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুফি সাধক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর স্নেহধন্য। তিনি নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয় সদস্য হিসেবে যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আহ্ছানিয়া মিশন পরিবার জানায়, অধ্যাপক আশরাফ আলীর চিরবিদায়ে জাতি একজন মহান শিক্ষানুরাগী ও মানবসেবককে হারালো। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।