ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট

রাজধানীর বিভিন্ন এলাকায় বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে, যা নগরবাসীর জন্য চরম ভোগান্তি তৈরি করেছে। শীত মৌসুমে প্রতি বছর মিরপুর, বাসাবো, রামপুরা, খিলগাঁও, বনশ্রী, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, মহাখালী, উত্তরাসহ আশপাশের এলাকাগুলোতে এই সংকট বেড়ে যায়।

প্রতিদিনই গ্যাস পাওয়া যাচ্ছে না, কখনো ভোরে, কখনো গভীর রাতে কিছু সময়ের জন্য গ্যাস সরবরাহ হয়, যা প্রায় এক ঘণ্টার বেশি স্থায়ী হয় না। এতে বাসাবাড়ির রান্না এবং দৈনন্দিন কাজকর্মে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

মিরপুরের ভাষানটেক এলাকার বাসিন্দা নাজমা বেগম জানান, তিনি দুপুরের খাবার প্রস্তুত করার জন্য সব আয়োজন করেছেন, তবে গ্যাসের অভাবে রান্না করতে পারছেন না। এ ধরনের পরিস্থিতি প্রায়ই ঘটছে, যার ফলে তাকে দোকান থেকে খাবার কিনে খেতে হয়। গ্যাস সংকটের কারণে বাড়তি খরচ বহন করতে হচ্ছে, যা তার জন্য একটি বড় সমস্যা।

এছাড়া পাম্পগুলোতেও গ্যাস সংকটের প্রভাব পড়ছে, যার ফলে সেখানে চাপ কমে গেছে এবং অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা পাম্পগুলোতে অপেক্ষা করতে হয়। এর ফলে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালের মেরামতের কারণে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে কিছু কিছু এলাকায় সংকট আরও তীব্র হয়ে উঠেছে। শীতকালে গ্যাসের চাপও কম থাকে। তবে তারা আশ্বস্ত করেছে যে, শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের উৎপাদন বৃদ্ধি না করলে ভবিষ্যতে গ্যাস সংকট আরও তীব্র হতে পারে।

গ্যাস সংকট,রাজধানী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত