ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা

বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা

সকাল থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে সূর্যের দেখা পাওয়া যায়নি। আগামীকাল বৃহস্পতিবার থেকে কমবে তাপমাত্রা, শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

বুধবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

ওমর ফারুক বলেন, ‌‘দিনে আলো না থাকায় তাপমাত্রা কমে যেতে পারে। বুধবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আগামীকাল তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা তীব্র হওয়ার সম্ভাবনা কম।’

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ‘আগামী দুই-তিন দিন এমন কুয়াশা থাকতে পারে। শনি বা রোববার থেকে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে। এ দফায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আকাশ কুয়াশায় ঢেকে থাকার জন্য শীতের অনুভূতি বেড়ে যাবে।’

আগামী রোববার থেকে তাপমাত্রা বেড়ে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আবার তা কমতে পারে বলেও জানান তিনি।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত