সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া ছয়জন সদস্যের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। তবে নিয়োগ পাওয়াদের মধ্যে তিন সদস্যের ব্যাপারে আপত্তি তুলে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একই দিন শপথ অনুষ্ঠান স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে চিঠি পাঠিয়েছে পিএসসিও।
পিএসসির চিঠি ও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পিএসসিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শিক্ষার্থীরা আবেদনে উল্লেখ করেন, সম্প্রতি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন দোসরকে পিএসসির সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের শপথ অনুষ্ঠান নির্ধারণ করা হয়। তাই আমরা এ তিন সদস্যকে শপথবাক্য পাঠ না করানোর জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।
পিএসসির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে চলমান নিয়োগ পরীক্ষার জরুরি কাজের কারণে নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ৯-১-২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পিএসসির একটি সূত্র জানিয়েছে, নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কারণে এ শপথ স্থগিত করা হয়েছে।
আবা/এসআর/২৪