ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিডিআর বিদ্রোহের বিচারকাজ: আদালত স্থানান্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিডিআর বিদ্রোহের বিচারকাজ: আদালত স্থানান্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসিয়ে পিলখানায় বিডিআর হত্যা মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা আজ। তবে এর প্রতিবাদে মাদরাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (৮ জানুয়ারি) সারারাত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালেও শিক্ষার্থীদের ওই সড়কে অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে আজ বিচারকাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও সেখানে অবস্থিত অস্থায়ী আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।

তাদের দাবি-আলিয়া মাদরাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান।

আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, আমরা বিশ্বাস করি, জুলাই বিপ্লবের পরে আমরা আমাদের মাঠ ফিরে পাবো। আগামী এক ঘণ্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই । দ্রুত সমাধান না আসলে আমরা শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

জানতে চাইলে এপিবিএন মিরপুর ইউনিটের সাব ইন্সপেক্টর বাবুল হোসেন বলেন, স্থানীয় থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

আবা/এসআর/২৪

বিডিআর বিদ্রোহ,বিচারকাজ,আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত