‘শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাব না এলে তাগিদপত্র পাঠানো হবে’
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ
ঢাকা থেকে দিল্লিতে পাঠানো চিঠির জবাব না এলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাগিদপত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এমনটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সম্প্রতি ভারতকে চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দেন।
রফিকুল আলম জানান, আগামী ২০-২৪ জানুয়ারি চীনে দ্বিপাক্ষিক সফরে যাবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বড় সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে বাণিজ্য, রোহিঙ্গা সংকট, কৃষি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
রোহিঙ্গা ইস্যুতে মুখপাত্র জানান, সম্প্রতি ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকলেও মানবিক দিকটি অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
জুলাই আন্দোলনে আহতদের দ্রুত বিদেশে চিকিৎসার জন্য ভিসা প্রদানের বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, তাদের মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছে।
অপরদিকে, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছে পাচারকৃত অর্থ ফেরত আনতে সহায়তা চেয়েছে বাংলাদেশ।