জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, তবে প্রক্রিয়াতে সহায়তা করবে
উপদেষ্টা মাহফুজ আলম
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকার "জুলাই ঘোষণাপত্র" জারি করবে না, তবে এর প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম জানান, "জুলাই ঘোষণাপত্রের" বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, "ঐকমত্যের ভিত্তিতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।"
তিনি আরও বলেন, "সংবিধান সংস্কার বা বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা আগামী সপ্তাহের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে।"
শিক্ষার্থীদের দেওয়া প্রস্তাবনা সম্পর্কে তিনি বলেন, "শিক্ষার্থীরা এই ঘোষণাপত্রের ধারণা প্রস্তাব করেছিল। তবে, সরকারের পক্ষ থেকে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা এটি ফ্যাসিলিটেট করব। সরকার নিজে কোনো ঘোষণাপত্র তৈরি করবে না। বরং সবার সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে এটি প্রণীত হবে।"
মাহফুজ আলম বলেন, "শিক্ষার্থীরা আগে জানিয়েছিল ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ করবে। তবে, সরকারের কাছে মনে হয়েছে এটি শুধু শিক্ষার্থীদের পক্ষ থেকে এলে দেশের ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণেই সরকার প্রক্রিয়াটি তদারকি করার দায়িত্ব নিয়েছে।"
তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুত জানানো হবে।