ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দেশের ৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে ওএমএসের চাল

দেশের ৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে ওএমএসের চাল

দেশের ৪২২ উপজেলায় ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি কার্যদিবসে দুই মেট্রিক টন চাল বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনপ্রতি ৫ কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে। ইতোপূর্বে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। সেগুলো চলমান থাকবে।

প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

উপজেলা,ওএমএস,চাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত