দেশের ৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে ওএমএসের চাল
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২২:২৪ | অনলাইন সংস্করণ
দেশের ৪২২ উপজেলায় ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি কার্যদিবসে দুই মেট্রিক টন চাল বিক্রি করা হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনপ্রতি ৫ কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে। ইতোপূর্বে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। সেগুলো চলমান থাকবে।
প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।