নিবন্ধিত সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন হবে: সিইসি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩ | অনলাইন সংস্করণ

দেশে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার (১১ জানুয়ারি) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, "আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা সময় বলে দেবে।"

তিনি আরও জানান, সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দীন বলেন, "সব নির্বাচন এক দিনে আয়োজন করা কোনোভাবেই সম্ভব নয়। তবে অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে কমিশন যথাসময়ে সিদ্ধান্ত নেবে।"

ইভিএম সম্পর্কে সিইসি বলেন, "আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। নির্বাচন সুনির্দিষ্ট নীতিমালার অধীনে প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।"

সিইসি জানান, প্রথমবারের মতো প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়েছে। তবে শুরুতেই সব প্রবাসীকে অন্তর্ভুক্ত করা সম্ভব না হলেও ধীরে ধীরে সবাইকে তালিকাভুক্ত করা হবে।

সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সিইসি বলেন, "সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা হবে, তবে সবাইকে নীতিমালার মধ্যে থেকেই কাজ করতে হবে।"

ভোটার আইডি সংশোধনের ক্ষেত্রে আর্থিক দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।