রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রোববার (১২ জানুয়ারি) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, সকাল ৮টা ৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। এরপর দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন।
তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আবা/এসআর/২৪