ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বায়ুদূষণের তালিকায় আজ তৃতীয় স্থানে ঢাকা

বায়ুদূষণের তালিকায় আজ তৃতীয় স্থানে ঢাকা

বায়ুদূষণের তালিকায় আজ তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তালিকায় শীর্ষে উঠে এসেছে ঘানার রাজধানী আক্রা।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৪২মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে অবস্থান করা আক্রার দূষণ স্কোর ২০৫ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ২০৩ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

রাজধানী ঢাকা রয়েছে ৩ নম্বরে। ঢাকার দূষণ স্কোর ১৮৫ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চার নম্বরে রয়েছে কায়রো এবং পাঁচ নম্বরে পাকিস্তানের করাচি।

আবা/এসআর/২৪

বায়ুদূষণ,তালিকা,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত