নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন।
রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এসময় তাদের সহযোগিতা করছেন স্থানীয় লোকজনও। সকাল ৮টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এর মধ্যে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান। আগুন লাগার পর সেখানে থাকা ছয়টি ট্রাক পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।