ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব

সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব

সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার বিকেলে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে তাকে ডাকা হয়।

প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের জানান, সীমান্ত অপরাধ, চোরাচালান, মানবপাচার এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার জন্য উভয় দেশের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়েছে। বিএসএফ এবং বিজিবির মধ্যে চলমান যোগাযোগের মাধ্যমেই এ সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে বলে আশা করি।”

সম্প্রতি সীমান্তের পাঁচটি স্থানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলেও, বিজিবি এবং স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে নির্মাণ কাজ স্থগিত করতে বাধ্য হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি এবং বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের জন্য কাজ করছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারত ৩,২৭১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। তবে এখনও ৮৮৫ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ সম্পন্ন হয়নি।

সীমান্ত,হাইকমিশনার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত