আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থকর’
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:১৩ | অনলাইন সংস্করণ
রাজধানী ঢাকার বাতাসের মান আজও ‘খুবই অস্বাস্থকর’। বিশ্বের দূষিত শহরের তালিকায় শহরটি আছে দ্বিতীয় স্থানে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা ৫১ মিনিটে একিউআই সূচক অনুযায়ী ঢাকায় বাতাসের মানের স্কোর ছিল ২৫২, যা ধরা হয় খুবই অস্বাস্থকর হিসেবে।
দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলান বাটর। শহরটির বাতাসের মানের স্কোর ২৫৫। ওদিকে ২৪৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পাকিস্তানের করাচি রয়েছে চতুর্থ স্থানে। শহরটির বায়ুর মানের স্কোর ২১৫। এবং ১৯০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা।
উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।