টানা তিনদিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) থেকেই তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহের শুরুতে দেশে মাঝারি মাত্রার আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের এক বার্তায় এই কথা বলা হয়।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে, রাজধানীতে আজকের তাপমাত্রা খানিকটা বেড়েছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবা/এসআর/২৪