নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, ১৫ জানুয়ারি, প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য নয় পৃষ্ঠার সুপারিশ জমা দিয়েছে।
কমিশন প্রস্তাব করেছে, বাংলাদেশের কোনো নাগরিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। পাশাপাশি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করারও সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধান সংশোধন এবং দ্বৈত প্রতিনিধিত্ব বন্ধের ব্যবস্থা। কমিশন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা পর্যালোচনা এবং নির্বাচনী আচরণবিধি সংশোধনের জন্যও সুপারিশ করেছে। এছাড়া, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বেশ কিছু নতুন বিধান প্রস্তাব করা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকরী হয়।
বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের নয় পৃষ্ঠার সুপারিশ জমা দেয়। এতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমন সুপারিশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী—
(ক) সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করা।
(খ) সংবিধান সংশোধনের মাধ্যমে দুইবার নির্বাচত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা।
(গ) একই ব্যক্তি একই সঙ্গে যেন দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারেন তার বিধান করা এবং দ্বৈত প্রতিনিধিত্বের সুযোগ বন্ধ করা।
রাষ্ট্রপতি নির্বাচন—
(ক) দলনিরপেক্ষ, সৎ, যোগ্য ও সুনামসম্পন্ন ব্যক্তির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিধান করা।
(খ) জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সব নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচকমণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান করা। কার্যকর সংসদের জন্য নির্ধারিত পদ্ধতিতে সংসদ সদস্যদের প্রত্যাহারের বিধান করা।