অন্তর্বর্তী সরকারের সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ২২:১৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জুলাই ঘোষণাপত্রের ওপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সর্বদলীয় সম্মেলন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার।আগামীকাল (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একটি সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডেপুটি প্রেসিডেন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় সম্মেলন আয়োজন করবে।
আবা/এসআর/২৪