ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই ঘোষণাপত্র

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিকেলে সর্বদলীয় বৈঠক

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিকেলে সর্বদলীয় বৈঠক

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে সর্বদলীয় বৈঠকে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

বৃহ্স্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আলটিমেটাম গতকাল শেষ হয়। সংগঠন দুটির নেতারা গতকাল রাতে রাজধানীর বাংলামোটরে তাদের কার্যালয়ে নিজেরা বৈঠক করেন। বৈঠক শেষে রাত ১০টায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে তারা জানান, তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে ঘোষণাপত্র করার তারিখ ঘোষণা করতে হবে। এ নিয়ে কালক্ষেপণ হলে দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তারা।

প্রধান উপদেষ্টা,সর্বদলীয় বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত