ঢাকা ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শাহজালাল বিমানবন্দর থেকে ২ নিরাপত্তাকর্মীকে অপসারণ

শাহজালাল বিমানবন্দর থেকে ২ নিরাপত্তাকর্মীকে অপসারণ

নরওয়ের প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিন নামে এক যাত্রীর সঙ্গে হাতাহাতির ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই নিরাপত্তাকর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ কথা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তারা সুষ্ঠুভাবে তদন্ত করেছেন। তদন্তের ভিত্তিতে তাদের (দুই নিরাপত্তাকর্মী) ফেরত পাঠানো হয়েছে (বাহিনীতে)। আরও তদন্ত হবে।

তবে কোন দুই নিরাপত্তাকর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

বিমানবন্দর থেকে এপিবিএনকে সরিয়ে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, এপিবিএনের সঙ্গে কারও কোনো ঝামেলা নেই। এপিবিএনের যেখানে ডিউটি করার কথা তারা সেখানেই করছে। মূলত তাদের কাজ বিমানবন্দরের বাইরে। ২০১০ সালে তাদের বিমানবন্দরে দায়িত্ব দেওয়ার সময় এ কারণেই পাঠানো হয়েছিল। শুধু এপিবিএন নয়, কাস্টমস, আনসার, ইমিগ্রেশন পুলিশ, এভিয়েশন সিকিউরিটি (এভসেক)- যে যার মতো তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

আবা/এসআর/২৪

শাহজালাল বিমানবন্দর,নিরাপত্তাকর্মী,অপসারণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত