হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ড

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫১ | অনলাইন সংস্করণ

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। সাত তলা ভবনের ৫ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠানো হয়েছে। আরও ২টি ইউনিট পথে আছে।

লেদার গোডাউন হওয়ার কারণে সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।