প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নবীন উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। উদ্যোক্তাদের জন্য আরও কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে তা আমাদের জানান।
শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকে ১৫ জন নারী ও পুরুষ উদ্যোক্তা অংশ নেন।
অন্তর্বর্তী সকারের প্রধানের সঙ্গে বৈঠকে উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প বলেন। তারা প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চান। তাদের এমন গল্প শুনে উচ্ছ্বসিত হন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক। আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি হলাম। আপনারা অনেক ভালো ভালো কথা বলেছেন, সুনাম করেছেন। আমাদেরকে পরামর্শও দিন। আরও কী কী হলে উদ্যোক্তাদের জন্য ভালো হয় তা আমাদের বলুন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।
বৈঠকে উদ্যোক্তারা গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্টের সামাজিক ব্যবসা প্রসারে নবীন উদ্যোক্তাদের জন্য গৃহীত কর্মসূচির প্রচার-প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন। তারা বলেন, বেশিরভাগ লোকেরাই এই উদ্যোগগুলো সম্পর্কে জানে না। প্রচার-প্রচারণা বাড়ালে অনেক দরিদ্র লোক উপকৃত হবেন।
এসময় বিনিয়োগের পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়ার জন্যও ড. ইউনূসের প্রতি আহ্বান জানান উদ্যোক্তারা।
আবা/এসআর/২৪