ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিএসএফ’

‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিএসএফ’

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

৫৯ বিজিবি অধিনায়ক বলেন, চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত পিলার ১৭৭ বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আমগাছ ছিল। ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের ওই আম গাছের ডাল কেটে দেয়। গাছ কাটা কেন্দ্র করে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে আনুমানিক ৩০০-৪০০ জন ভারতীয় নাগরিক ও ৩০০০-৪০০০ বাংলাদেশি নাগরিক সীমান্তে শূন্য লাইনে জড় হন।

গোলাম কিবরিয়া বলেন, এক পর্যায়ে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ব্যাপারে বিজিবি মহাপরিচালককে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক, উপ-অধিনায়ক ও সহকারী পরিচালক তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত বাংলাদেশি নাগরিকদের বোঝানোর ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে সহকারী পরিচালক, ৫৯ বিজিবি ও বিএসএফের তিনজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আবা/এসআর/২৪

আন্তর্জাতিক আইন,লঙ্ঘন,বিএসএফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত