রাজধানীর অভিজাত এলাকা গুলশান অ্যাভিনিউয়ের একটি বাসায় ডাকাতির ঘটনা অনুসন্ধানে গড়িমসি করার অভিযোগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাতে ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ১১ জানুয়ারি স্বনামধন্য একজন ব্যবসায়ীর বাসায় যৌথবাহিনী পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর রোডের বাসা থেকে ডাকাতদল ৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪৬ লাখ টাকা এবং মূল্যবান জিনিস নিয়ে যায়। এই ঘটনায় পরের দিন থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী। তবে মামলা নিতে গড়িমসি করে পুলিশ। বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করলে থানার ওসি তৌহিদ আহমেদকে আজ সাময়িক বরখাস্ত করা হয়।
তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্তের পর গুলশান থানার ওসি হিসেবে কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আবা/এসআর/২৪