ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে: সিইসি

ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, "জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে।" এ অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এর অংশ হিসেবে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম।

সোমবার (২০ জানুয়ারি) ঢাকার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, "ভোটের বাক্স যেন কেউ দখল করতে না পারে এবং ভোটের দিন কেন্দ্র যেন সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, "যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, সেদিনই নির্বাচন কমিশন মনে করবে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।"

স্বচ্ছ ও সঠিক ভোটার তালিকার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, "মাঠকর্মীদের সচেতনতার ওপর নির্ভর করবে ভোটার তালিকার মান। তালিকায় যেন কোনো অসততা বা অনীহার অভিযোগ না আসে, সেদিকে সবার নজর রাখতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, আনোয়ারুল ইসলাম সরকার, ও আব্দুর রহমানেল মাছউদ। তারা হালনাগাদ কার্যক্রমে সঠিকতা ও সততার ওপর জোর দেন।

সিইসি,ভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত