ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ঘন কুয়াশা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

ঘন কুয়াশা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আগামী তিনদিন সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এ সময় দেশজুড়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়ার অধিফতরের সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে বুধবার- মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, কুয়াশা থাকলেও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। হিমেল বাতাসের তারণে সোমবার শীত একটু বেশি থাকলেও মঙ্গলবার শীত কিছুটা কম থাকতে পারে।

আবা/এসআর/২৪

ঘন কুয়াশা,বার্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত