ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অধ্যাদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অধ্যাদেশ অনুসারে, উচ্চ আদালতে বিচারক নিয়োগে একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। কাউন্সিলের নেতৃত্ব দেবেন প্রধান বিচারপতি এবং এর সদস্য হিসেবে থাকবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত ও একজন কর্মরত বিচারক, হাইকোর্ট বিভাগের দুজন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল।

আইন উপদেষ্টা জানান, কাউন্সিল নিজ উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ করবে। একই সঙ্গে সাধারণ মানুষ বা আইনজীবীরা নিজেরা আবেদন করতে পারবেন কিংবা অন্য কারও নাম প্রস্তাব করতে পারবেন। প্রাথমিক যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত করা হবে।

আসিফ নজরুল বলেন, "উচ্চ আদালতে স্বচ্ছ প্রক্রিয়ায় অভিজ্ঞ, দক্ষ ও দলনিরপেক্ষ বিচারক নিয়োগের চাহিদা বহুদিনের। এই অধ্যাদেশের মাধ্যমে সেই দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।"

সুপ্রিম কোর্টের পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, "জাতীয় ঐকমত্যে পরিণত হওয়া এই দাবির বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছুটা সময় লাগবে।"

অধ্যাদেশ জারি,সুপ্রিম কোর্টে,বিচারক,নিয়োগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত