অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান, জরিমানা আদায়
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২১:১৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে খিলগাঁও, বাসাবো ও সবুজবাগ এলাকায় অভিযান চালানো হয়।
সোমবার (২০ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে ও তিতাসের মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৩ এর সহযোগিতায় এসব অভিযান চলে।
তিতাস জানিয়েছে, অভিযানে তিনটি বাড়িতে ১০০ ফুট অবৈধ সার্ভিস লাইন বিচ্ছিন্ন করা হয়। এতে ৬০টি ডাবল বার্নারের ১,২৬০ সিএফটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয় এবং ছয়টি বার্নার জব্দ করা হয়।
এছাড়া, সবুজবাগের শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবৈধভাবে বাণিজ্যিক গ্যাস ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।
এ ছাড়াও এদিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে আরেকটি অভিযানে আশুলিয়ার আওতাধীন সুরাবাড়ি, গাজীপুরের কাশিমপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে।
এই অভিযানে চারটি স্পটে প্রায় ২ কিলোমিটার লম্বা বিতরণ লাইন ও ৬০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট, ১ ইঞ্চি ব্যাসের ৪০০ ফুট এমএস পাইপ, ১ ইঞ্চি ব্যাসের ৩০০ ফুট প্লাস্টিক পাইপ ও ৩ থেকে ৪ ইঞ্চি ব্যাসের ১৮৪ ফুট এমএস পাইপসহ মোট ৯৮৪ ফুট পাইপ উত্তোলন করে অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৫৯টি শিল্প, ৯৬টি বাণিজ্যিক ও ১৯,৭১১টি আবাসিকসহ মোট ১৯,৯৬৬টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৬,৫২৪টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ৯৬.৯১ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।