বাতাসে একিউআই ৫১৮ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষ দুই নম্বরে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এই তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের পর্যবেক্ষণ বলছে, সকালে ঢাকার বাতাসের একিউআই ৫১৮, বায়ুমানের এই পরিস্থিতিকে বলা হয় 'ঝুঁকিপূর্ণ' বা ‘বিপজ্জনক’। ঢাকা তখন দূষিত বায়ুর শহরের তালিকায় দুই নম্বরে অবস্থান করছিল।
দূষিত শহরের শীর্ষে আছে বসনিয়ার হারজোগভিনিয়ারের সারাজেভো। শহরটির স্কোর ৫২৮।
২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি শহর। এছাড়া একই স্কোর নিয়ে চীনের চংকিং চতুর্থ এবং ২০২ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় শহর পঞ্চম স্থানে রয়েছে।
আবা/এসআর/২৪