মায়ের ভাগের জমি চাওয়ায় ভাগ্নেকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মুগদায় মান্ডা বড়পাড়া এলাকায় মায়ের ভাগের জমি চাওয়ায় মামার ছুরিকাঘাতে আহত ভাগ্নে মো. রিমন হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় রিমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের খালু মো. বাপ্পি জানান, রিমনের জন্মের পর থেকেই ওর বাবা মোহাম্মদ জাহিদ হোসেন ওদের খোঁজখবর নেয় না। তখন থেকেই ওরা নানার বাসায় থাকে। গতকাল দুপুরে তার নানার কাছে মায়ের ভাগের জমি চায় রিমন। তার মামা রাজিব এ নিয়ে ঝগড়া শুরু করে। ঝগড়ার একপর্যায়ে ছুরি দিয়ে রিমনের বুকে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করে রাজিব। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রিমনের লাশ পাই। মরদেহ ময়নাতদন্তের জন্য সেখানেই রাখা হয়েছে।