ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সরকারের কাজে হস্তক্ষেপ করা রাজনৈতিক দলের অনুচিত: উপদেষ্টা আসিফ

সরকারের কাজে হস্তক্ষেপ করা রাজনৈতিক দলের অনুচিত: উপদেষ্টা আসিফ

রাজনৈতিক দলের সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির এবং চাপ প্রয়োগ করা অনুচিত।

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ কথা লেখেন।

তিনি বলেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনপ্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে।

তিনি আরো লেখেন, প্রফেশনালিজম রক্ষার্থে সরকারে থেকে আরো অনেক কিছুই বলতে পারি না। তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত।

আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ। এর আগে উপদেষ্টা নাহিদ ইসলাম একই বিষয়ে আরেকটি পোস্ট করেন।

প্রসঙ্গত, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার কিছুক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারছে না। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে।"

রাজনৈতিক দল,সরকার,আসিফ মাহমুদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত