ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সারাদেশে শীত-কুয়াশার দাপট, থাকবে যতদিন

সারাদেশে শীত-কুয়াশার দাপট, থাকবে যতদিন

সারাদেশে বেড়েছে শীতের দাপট। কুয়াশার পাশাপাশি বইছে হিমেল হাওয়া। মাঘের প্রথমে এই বাতাসের কারণে মূলত শীত আরও বেশি অনুভূত হচ্ছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের কয়েক জেলায় মেলেনি সূর্যের দেখা।

আবহাওয়া অফিস জানিয়েছে, মাঝারি-ঘনকুয়াশার কারণে সূর্যের তাপ না থাকায় সারাদেশ জুড়েই শীতের অনুভূতি আগের চেয়ে বাড়বে। এমনকি কুয়াশার কারণে দিনের বেলাতেও ঠান্ডা অনুভূতি বজায় থাকবে। এমন অবস্থা আগামী কয়েকদিন চলমান থাকতে পারে।

সংস্থাটি জানিয়েছে, ঢাকায় হয়তো দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক অবস্থা হবে। তবে বিকেল থেকেই শীতের অনুভূতি আবারও বাড়বে। তাছাড়া উত্তরাঞ্চলে আজ সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে, পরিবেশ প্রধানত শুষ্ক থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এমন অবস্থায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

শীত,কুয়াশা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত