দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩ | অনলাইন সংস্করণ
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে ছোট-বড় আটটি ফেরি। দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর থেকেই কুয়াশা পরছিল। গভীর রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে এই নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে সাতটি ছোট-বড় ফেরিকে নোঙর করে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
আবা/এসআর/২৪