প্রতিবেশিদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক জোরদারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ | অনলাইন সংস্করণ

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুজ্জামান মাহমুদ বলেছেন, বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার, স্পর্শকাতরতা ও পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ। দুই দেশের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চাই আমরা।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, গত বছরের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে মানুষ যাতে তার আকাঙ্খার অবাধ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে, এমন একটি পরিবেশ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, দেশি-বিদেশি কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।