ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহী রেলস্টেশনে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

রাজশাহী রেলস্টেশনে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি করলে রাজশাহী রেলস্টেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে হামলা ও ভাঙচুরের মূলহোতা সুমন আহম্মেদকে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, আমরা অভিযান চালাচ্ছি। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। মামলা হলে বিস্তারিত জানানো হবে।

আবা/এসআর/২৫

রাজশাহী রেলস্টেশন,হামলা,অভিযুক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত