ঢাকা ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

তিনজনকে বাদ দিয়ে বাংলা একাডেমি পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশ

তিনজনকে বাদ দিয়ে বাংলা একাডেমি পুরস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশ

পূর্বঘোষিত তালিকা থেকে তিনজনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর ‘চূড়ান্ত’ তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় স্থগিতকৃত পুরস্কার তালিকা চূড়ান্ত করা হয়।

বাদ পড়া তিনজন হলেন- মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ এবং সেলিম মোরশেদ। তাঁরা যথাক্রমে মুক্তিযুদ্ধ, শিশুসাহিত্য এবং কথা সাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে তাঁদের মধ্যে সেলিম মোরশেদ তালিকা স্থগিত করার পর পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী বিভিন্ন বিভাগে যারা এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন, তাঁরা হলেন:

কবিতায়: মাসুদ খান

নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা

প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান

অনুবাদে: জি এইচ হাবীব

গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া

বিজ্ঞানে: রেজাউর রহমান

ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশিত হয়। কিন্তু ঘোষণার পর সামাজিক ও সাংস্কৃতিক মহলে নানা বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন মহলের অভিযোগ ও আপত্তির মুখে ২৫ জানুয়ারি বাংলা একাডেমি কর্তৃপক্ষ তালিকা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এরপর বুধবারের সভায় পুরস্কার তালিকা পুনর্বিবেচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

আবা/এসআর/২৫

বাংলা একাডেমি পুরস্কার,চূড়ান্ত তালিকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত