পাশ্ববর্তী দেশ ভারতের নয়াদিল্লিতে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন।
বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ-ভারত সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়াদি আলোচনা করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর এবং সংস্থার সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং দপ্তর/সংস্থার প্রধানদের সমন্বয়ে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়াদি যেমন-সীমান্ত হত্যা, ভারতের শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, নদীগুলোর পানির সুষম বণ্টনসহ ১২টি বিষয় নিয়ে সীমান্ত সম্মেলনে আলোচনার সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক সীমান্ত সম্মেলনে বিজিবির প্রতিনিধি ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের প্রতিনিধিরা অংশ্রগ্রহণ করবেন।
দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমুন্নত রেখেই সব সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আবা/এসআর/২৫