অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম, দেশের একটি জাতীয় দৈনিকে আজ এমন খবর প্রকাশ হওয়ার পর থেকেই সবার মুখে এক প্রশ্ন, তবে কী সত্যিই পদত্যাগ করছেন তিনি? উত্তরও দিলেন উপদেষ্টা নিজে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না, এতটুকু বলতে পারি।
তিনি বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি। তাছাড়া আরেকটি বিষয় বলে রাখি, যদি পদত্যাগ করি তবে সেটা আনুষ্ঠানিকভাবেই করবো ও সবাইকে বলব।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাহিদ ইসলাম ফাহিম। মাত্র ২৬ বছর বয়সে জাতির ‘কাণ্ডারি’ হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি। ‘মুক্তিদাতা’ হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে।
শেখ হাসিনার সরকার পতনের চার দিনের মাথায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি। এছাড়া ২০২৪ সালের ১৬ আগস্ট থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।