ঢাকা ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো ৫ অটোরিকশা যাত্রীর

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো ৫ অটোরিকশা যাত্রীর

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-মধুপুর সড়কের করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া মিলিটারি।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ ফকির নামের একজন।

স্থানীয়রা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বালুবোঝাই ট্রাক। এতে ঘটনাস্থলেই চালকসহ ৪ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, মহাসড়কের ওই এলাকায় জামালপুর থেকে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চারজন ও স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যার। গুরুতর আহত হয়েছেন আরেকজন।

আবা/এসআর/২৫

জামালপুর,অটোরিকশা,প্রাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত