ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

৫ জেলায় তাপপ্রবাহ, গত বছরের চেয়েও বাড়বে গরম

৫ জেলায় তাপপ্রবাহ, গত বছরের চেয়েও বাড়বে গরম

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্ত জানায়, দেশের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন তাপদাহ আরও কয়েকদিন চলতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির বার্তাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের আশঙ্কা, গত বছরের মতো এ বছরও গরমে পুড়বে দেশ। ২০২৪ সাল ছিল দেশের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। সেবছর এপ্রিলে তাপমাত্রা ছিল ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশে টানা ৩৫ দিন তাপপ্রবাহ চলেছিল। এবছর এপ্রিল ও মে মাসে মেঘ সৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। কালবৈশাখীর সংখ্যাও বাড়তে পারে। আর তাতে গত বছর যেভাবে একটানা দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলেছে, তা নাও থাকতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। তবে গরমের অনুভূতি আগের চেয়ে বেশি হতে পারে বলেও মনে করছেন তারা।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, মার্চে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসের শেষ দিকে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। এপ্রিলজুড়ে তাপপ্রবাহ বজায় থাকবে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে এবং তা অব্যাহত থাকবে। শীতের মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবার ইঙ্গিত দিচ্ছে, গরম অনেকটাই বেশি পড়বে।

প্রসঙ্গত, গড় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র এবং তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে অতি তীব্র তাপদাহ বিবেচনা করা হয়।

তাপপ্রবাহ,গরম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত