ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ইসিকে রোহিঙ্গাদের প্রয়োজনীয় তথ্য দেবে ইউএনএইচসিআর

ইসিকে রোহিঙ্গাদের প্রয়োজনীয় তথ্য দেবে ইউএনএইচসিআর

নির্বাচন কমিশনকে (ইসি) ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর তথ্য দেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)। সরকারের সঙ্গে সমঝোতা স্বাক্ষরের ভিত্তিতে ইসিকে এ তথ্য দিবে সংস্থাটি। রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সরকারকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধি ফাডেলা নোভাক।

বুধবার (১৯ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

এনআইডি ডিজি বলেন, ইউএনএইচসিআর -এর কাছে যে তথ্য আছে সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে একটা চুক্তি হয়েছে। সে অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। এই ডাটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে। এটা চূড়ান্ত হয়েছে ডাটাগুলো নির্বাচন কমিশনে থাকবে।

এনআইডির ডিজি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডাটা পাবো তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক। রোহিঙ্গাদের ঠেকাতে আর এতো কষ্ট করতে হবে না। কেননা, আমরা ডাটা দেবো, ওই ডাটার সঙ্গে মিলে গেলেই আমারা বুঝবো রোহিঙ্গা। সুতরাং এটি আমাদের প্রথমেই কাজে লাগবে।

এই ডাটাবেজ পেলে যারা সার্ভারে ঢুকে গেছে বলে অভিযোগ আছে, তাদের কি শনাক্ত করা যাবে, এমন প্রশ্নে এ এস এম হুমায়ুন কবীর বলেন, অবশ্যই। প্রথম হচ্ছে শনাক্ত করা, শনাক্ত করার সঙ্গে সঙ্গে তো আমরা এগুলো (এনআইডি) লক করে দেব। আমরা জানবার বা বুঝবার পরপর লক হয়ে যাবে। তারা তো আমাদের নাগরিক নয়। সুতরাং জানবার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে।

আবা/এসআর/২৫

ইসি,তথ্য,রোহিঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত