ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বের সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বিশ্বের সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

সুখী দেশের তালিকায় আরও পাঁচ ধাপ পিছিয়ে এ বছর ১৩৪তম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের পেছনে। টানা অষ্টমবারের মতো এবারও তালিকায় প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড।

বৃহস্পতিবার (২০ মার্চ) ওয়ার্ল্ড হ্যাপিনেস ২০২৫-এর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, ২০২৪ সালে সুখী দেশের তালিকায় ১৪৩ টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১২৯ তম। এবার বাংলাদেশের সেই অবস্থানের আরও অবনতি হয়েছে।

ফিনল্যান্ড ছাড়া বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় সেরা দশে যথাক্রমে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ এবং মেক্সিকো। এরমধ্যে কোস্টারিকা এবারই প্রথম সেরা ১০টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে।

এ ছাড়া আবারও বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে স্থান পেয়েছে আফগানিস্তান। তালিকার একেবারে শেষ স্থানে (১৪৭তম) রয়েছে দেশটি। অর্থাৎ, বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হয়েছে আফগানিস্তান। তালিকার ১৪৬তম স্থানে সিয়েরা লিওন, ১৪৫তম স্থানে লেবানন, ১৪৪তম স্থানে মালাউয়ি, ১৪৩তম অবস্থানে জিম্বাবুয়ে, ১৪২তম অবস্থানে বতসোয়ানা, ১৪১তম স্থানে কঙ্গো, ১৪০তম অবস্থানে ইয়েমেন, ১৩৯তম অবস্থানে কমোরোস এবং ১৩৮তম স্থানে রয়েছে লেসোথো।

ওদিকে, ভারত এবছর তালিকায় স্থান পেয়েছে ১১৮ নম্বরে। গতবছরের তুলনায় দেশটি এবার কয়েক ধাপ এগিয়েছে। ২০২৪ সালে সুখী দেশের তালিকায় ১২৪ তম ছিল ভারত। তবে পাকিস্তান এবার ১০৯ তম স্থান নিয়ে ভারতের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র আছে ২৪ নম্বর স্থানে। আর এর ঠিক আগেই ২৩ নম্বরে আছে যুক্তরাজ্য।

আবা/এসআর/২৫

সুখী দেশ,বাংলাদেশ,পিছিয়ে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত