ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সৌদির সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

সৌদির সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সেসব অঞ্চলে দীর্ঘদিনের এ ঐতিহ্য রাখতে করা হয়েছে নানা আয়োজন। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, কর্ণফুলী ও হাটহাজারী উপজেলার ৫০টিরও বেশি গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সময় অনুযায়ী রোজা ও ঈদ পালন করে আসছেন।

নোয়াখালীর সদর, কবিরহাট ও বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর, হরিণারায়নপুর, বসন্তবাগ ও ফাজিলপুর গ্রামে সৌদি আরবের সময় অনুসরণ করে আজ ঈদ উদযাপিত হয়েছে। কাদেরিয়া তরিকার অনুসারী এই গ্রামগুলোর মুসল্লিরা প্রায় ১০০ বছর ধরে একদিন আগে রোজা রেখে ঈদ পালন করে আসছেন।

সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০টি গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করেছেন। সকাল ৮টায় সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর পালিত হয়েছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা শহরে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। গত ২৪ বছর ধরে এই ধারা অনুসরণ করে আসছে স্থানীয় মুসল্লিরা।

পটুয়াখালী জেলার বদরপুর গ্রামসহ ৩৫টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেছেন। বদরপুর দরবার শরীফে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামালপুরের ১৮টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ও মাদারগঞ্জ উপজেলার কাজিয়াবাড়ি, সাপধরীসহ অন্যান্য গ্রামে আজ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের ১০টি গ্রামে ও রায়পুরের একটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদরাসায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের রৌমারি ও চর রাজীবপুর উপজেলার ৩ গ্রামে আজ ঈদ উদযাপন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

এদিকে একদিন আগে ঈদ উদযাপনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য প্রতিটি স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ভাবে সবাই নামাজ শেষ করেছেন বলে জানা গেছে।

সৌদি,দেশে,ঈদ,উদযাপিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত