ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

রাজধানীর বংশালের ‘বাংলাদেশ মাঠ’ এলাকায় ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বংশালের বাংলাদেশ মাঠে এই ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- ফাস্টফুড দোকানের মালিক নয়ন (২৯), সাগর (২৫), ইকবাল (৩১), হাসান (২৮), রিমঝিম (১৬) ও অপূর্ব (১৮)।

দোকান মালিক নয়নের বাবা মো. সেলিম জানান, তাদের বাসা বংশালের নয়াবাজার এলাকায়। তার ছেলে নয়ন এক মাস ধরে ফাস্টফুডের ভ্রাম্যমাণ দোকান চালাচ্ছিল। ঈদ উপলক্ষে বাংলাদেশ মাঠের ভেতরে দোকান বসিয়েছিল সে। রাত সাড়ে ৯টার দিকে খবর পান যে, দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে নয়নসহ কয়েকজন দগ্ধ হয়েছে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডারটি অক্ষত থাকলেও লাইন গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আবা/এসআর/২৫

বংশাল,সিলিন্ডার,বিস্ফোরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত