ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মিয়ানমারে ২য় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ

মিয়ানমারে ২য় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলদেশ বিমানবাহিনীর তিনটি বিমানে এসব ত্রাণসামগ্রী পাঠানো হয়।

এতে অংশ নিয়েছেন তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও মেডিকেল টিম। এছাড়া, তিনটি বিমানে ৩৭ জন ক্রু সদস্যও অংশ নিয়েছেন। উদ্ধার ও মেডিকেল দল নিজেদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় রসদ (খাদ্য, স্বাস্থ্যসেবা সরঞ্জাম, যোগাযোগ ব্যবস্থা, রান্নার উপকরণ ইত্যাদি) সঙ্গে নিয়ে গেছেন।

এছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আট টন শুকনো খাবার, ২ দশমিক ৫ টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং ১ দশমিক ৫ টন ত্রাণ তাবু পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির তীব্র প্রভাব অনুভূত হয় প্রতিবেশী বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও।

গত রোববার বাংলাদেশ প্রথম দফায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে জরুরি ত্রাণ সামগ্রী, ওষুধ, তাবু, শুকনো খাবার এবং মেডিকেল টিম পাঠিয়েছিল।

মিয়ানমার,ত্রাণ,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত