কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরও ২০ জন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে অপর আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে চিকিৎসকরা।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়েছে। অন্য কোনো যানবাহনের ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত গতিতে থাকার কারণে বাসের অনেক যাত্রী আহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আবা/এসআর/২৫